ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতীয় মিডিয়ায় টাইগারদের কৃতিত্ব

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতীয় মিডিয়ায় টাইগারদের কৃতিত্ব

ক্রীড়া ডেস্ক : হায়দরাবাদে শেষ হলো ৫ দিনের টেস্ট। কোহলিদের সঙ্গে ২০৮ রানে হার হলো বাংলাদেশের। হারলেও বাংলাদেশের টাইগারদের প্রশংসাই করল ভারতীয় মিডিয়া।

এ প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, ‘টেস্টটা যে মুশফিকুর রহিমরা হারছে, সেটা চতুর্থ দিনের শেষ দিকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের একটা ভাল দিক কিন্তু বলতেই হবে। দলটা এখন আস্তে আস্তে টেস্ট ক্রিকেটের উপযুক্ত হয়ে উঠছে। অন্তত ব্যাটিংয়ের দিক থেকে।’

রিপোর্টে বলা হয়,  ‘এক ইনিংসে ছ’শোর কাছাকাছি রান তোলা, সাকিবের ডাবল সেঞ্চুরি এগুলো নিউজিল্যান্ড সিরিজে করে দেখিয়েই কিন্তু উপ্পলে নেমেছিল মুশফিকুররা। এই টেস্টেও তো দু’ইনিংসে দেড়শো ওভার ব্যাট করে দেখালো। মুশফিকুর সেঞ্চুরি করল, মাহমুদউল্লাহ দারুণ লড়াই করল। বিশ্বের এক নম্বর টিমের ডেরায় নেমে তাদের মনের মতো পিচে পাঁচ দিন ম্যাচ টেনে নিয়ে যাওয়াটাও কিন্তু কম কথা নয়। সে দিক থেকে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। আরও টেস্ট খেলার সুযোগ পেলে আরও উন্নতি করবে এই টিমটা।’

রিপোর্টে মন্তব্যে বলা হয়,  ১৬-১৭ বছর আগে বাংলাদেশের  ছবিটা এখন অনেক পাল্টেছে। ইংল্যান্ডের মতো দলকেও কিন্তু দেশের মাঠে ওরা এখন হারাচ্ছে। তবে উপমহাদেশের চেনা পরিবেশে উতরে গেলেও বিদেশে টেস্টে সাফল্য পেতে গেলে বাংলাদেশকে কিন্তু বোলিংয়ের দিকটা আরও নজর দিতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়