ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। দলের পেস আক্রমণের নেতৃত্ব দেওয়া টিম সাউদি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না। গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গেছেন সাউদি।

 

ডানহাতি এ পেসারের পরিবর্তে ২৪ বছরের ম্যাট হেনরিকে স্কোয়াডে ডেকেছে নিউজিল্যান্ড। ২০১৫ সালে লর্ডসে অভিষিক্ত হওয়া এ পেসার কিউইদের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছেন।

 

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন শেষ টেস্ট। এ ছাড়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজে কিউই দলের সঙ্গী হলেও সেখানে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ।

 

শুক্রবার ভারতে অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে চোট পান সাউদি।  তাকে দেশে ফেরত পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আগামী ১৬ অক্টোবর দুই দলের সীমিত পরিসরের সিরিজ শুরু হবে। দল আশা করছে সীমিত পরিসরে স্কোয়াডে যোগ দিতে পারবেন সাউদি। 

 

নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, ‘এ সিরিজের প্রস্তুতি নিতে সাউদি কঠোর পরিশ্রম করে আসছিলেন। এটা খুব হতাশাজনক যে সে তিন টেস্টের একটিতেও খেলতে পারছে না। তাকে ৭-১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে সে বোলিংয়ে ফিরতে পারবে। আশা করছি ওডিআই সিরিজে তাকে নিয়ে আমরা মাঠে নামতে পারব। সাউদির পরিবর্তে ম্যাট হেনরি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’

 

৫২ টেস্ট খেলা টিম সাউদি দলের হয়ে ১৭৭ উইকেট নিয়েছেন। ভারত সফরের জন্য মুখিয়ে ছিলেন ডানহাতি ২৭ বছর বয়সের এ পেসার। ট্রেন্ট বোল্টের সঙ্গে জুটি বেঁধে ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার স্বপ্নটা আপাতত পূরণ হচ্ছে না সাউদির।

 

আগামী ২২ সেপ্টেম্বর দুই দলের প্রথম টেস্ট ম্যাচ কানপুরে শুরু হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর/ইয়াসিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়