ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে পাচারকালে ২ কেজি ৩৩৪ গ্রাম সোনা জব্দ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে পাচারকালে ২ কেজি ৩৩৪ গ্রাম সোনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার-১৩ ও সাব পিলার-৩ এর কাছাকাছি কুঠিবাড়ি বাঁশবাগান এলাকা ওই সোনাগুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি জানায়, এসব সোনার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।



সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সুবেদার ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কুঠিবাড়ি বাঁশবাগান এলাকায় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি সোনার প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখান থেকে সোনার প্যাকেটটি জব্দ করা হয়। পরে এর মধ্য থেকে উদ্ধার করা হয় ১৮ পিস সোনার বার, যার ওজন ২ কেজি ৩৩৪ গ্রাম। জব্দকৃত সোনার বাজার মূল্য ৮৮ লাখ টাকা।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৯ জানুয়ারি ২০১৯/শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়