ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ দেখছেন হাথুরুসিংহে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ দেখছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরে বেশিরভাগ ম্যাচে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয় সঙ্গী করেছে বাংলাদেশ। ব্যাটিংটাই দলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। নিউজিল্যান্ড সফর শেষ হতে না হতেই দুয়ারে আরেকটি সফর, এক টেস্টের ভারত সফর। ভারতের কন্ডিশনটা বাংলাদেশের মতো হলেও সেখানে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ দেখছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ভারতে সফর নিয়ে বুধবার মিরপুরে হাথুরুসিংহে বলেন, ‘বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কাজটা সহজ নয়। মাইন্ডসেট ও শট নির্বাচনের ব্যাপার। ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, কিছু অনুশীলন সেশন। যতটা পারা যায় প্রস্তুত হওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু ব্যাপারটা হলো, ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে।’

হোম কন্ডিশনের সুবিধা নিতে ভারত যে স্পিনিং উইকেট বানাবে, তা বলাই যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের যে দল ঘোষণা করেছে, সেখানে আছেন চার স্পিনার- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব ও অমিত মিশ্র। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার আবার অশ্বিন। তবে সাকিব, মিরাজ, তাইজুলদের নিয়ে গড়া বাংলাদেশের স্পিন আক্রমণ ভারতের চেয়ে কোনোঅংশে পিছিয়ে নেই বলেই মনে করেন হাথুরুসিংহে।

‘তাদের অনেক ভালো সব স্পিনার আছে। অশ্বিন অনেক অভিজ্ঞ, র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। আরো দুজন ভালো স্পিনার। তবে তার মানে এই নয় যে আমাদের স্পিনাররা ভালো নয়। আমাদের ওরাও স্কিলফুল। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। হ্যাঁ, ওরা (ভারতীয় স্পিনাররা) বেশি অভিজ্ঞ। তার মানে এই নয় আমরা পিছিয়ে আছি’- বলেন বাংলাদেশ কোচ।

ভারত নিজেদের মাটিতে শক্তিশালী দল হলেও বাংলাদেশ লড়াই করবে বলে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে, ‘আইডিয়ালি অবশ্যই জিতলে ভালো লাগবে আমাদের। তবে ভারত সফরে গিয়ে খেলাটা খুব কঠিন। দেশের মাটিতে ওরা দারুণ দল। রেকর্ডই সেটি বলছে। তবে আমরাও আত্মবিশ্বাসী যে, ভালো লড়াই করতে পারব। কারণ টেস্টেও আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।’

মাত্র এক টেস্টের সফর। তবে এটি নিয়ে ভাবছেন না হাথুরুসিংহে। বাংলাদেশ প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলবে, এই ব্যাপারটিকেই বড় করে দেখছেন বাংলাদেশ কোচ, ‘এটা যেমন আছে তেমনই, আমাদের তো কিছু করার নেই। একটিই টেস্ট খেলছি এটা ভাবার চেয়ে ইতিবাচক দিকটাই বেশি ভাবি। প্রথমবার ভারতে টেস্ট খেলার সুযোগ পেয়েছি। এই মানসিকতা নিয়েই আমরা খেলতে যাচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়