ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি হচ্ছে না : মেনন

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি হচ্ছে না : মেনন

সাতক্ষীরা প্রতিনিধি : ‘ভারতের সঙ্গে গোপন সামরিক চুক্তি হচ্ছে’বিএনপির এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, কোনো গোপন চুক্তি নয় বরং প্রকাশ্যে সমঝোতা স্বাক্ষর হবে।

রাশেদ খান মেনন মঙ্গলবার সাতক্ষীরার তালা কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গ এখনও বাধা হয়ে আছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে মেনন  বলেন, ঢাকার গুলশানের  হলি আর্টিজানে হামলার পর থেকে জঙ্গি দমনে যে তৎপরতা চলছে তা এখনও অব্যাহত রয়েছে। তবে তারা ভেতরে ভেতরে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন- দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ ও  মনোজ সাহা, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সম্পাদক  ঘোষ সনৎ কুমার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাব্বির হোসেন, ফাহিমুল হক কিসলু প্রমুখ।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ মার্চ ২০১৭/এম.শাহীন গোলদার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়