ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘ভালো মানুষের এরকম পরিণতি হবে কেন?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভালো মানুষের এরকম পরিণতি হবে কেন?’

আজ ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা তাপস পাল। তার মৃত্যুতে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া।

প্রিয় অভিনেতার মৃত্যুতে বাকহারা তার সহকর্মীরা। টলিউড অভিনেতা ও সাংসদ দেব বলেন, ‘‘সকালবেলা এমন খবর পাব, একেবারেই আশা করিনি। টলিপাড়া থেকে লোকসভা, সব জায়গায় মানুষটির সাহচর্য পেয়েছি। ‘চ্যালেঞ্জ-টু’ আর ‘মন মানে না’ সিনেমায় একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের প্রজন্মের কাছে তাপস পাল এমনই এক অভিনেতা—যিনি বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমাতেও কাজ করেছেন। আবার একেবারে মূল ধারার কমার্শিয়াল সিনেমাতেও দাপিয়ে অভিনয় করেছেন। আমাদের প্রজন্ম তাপস পালের অভিনয় দেখেই বড় হয়েছে।’’

অভিনয়ের বাইরেও তাপস পাল ও দেব একই দলের রাজনীতি করতেন। স্মৃতি হাতরে দেব বলেন, ‘অভিনয় জগতের বাইরেও দেখেছি, অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। মানুষের জন্য অনেক কাজ করেছেন। ঢাক না পিটিয়ে অনেক মানুষকে সাহায্য করতে দেখেছি। শেষটা খুব খারাপ হলো। এত ভালো মানুষের এরকম পরিণতি হবে কেন? হঠাৎ করেই কেন চলে যাবেন? এটা তো যাবার বয়স না। আমরা একসঙ্গে আরো কাজ করতে পারতাম। কিন্তু সেটা আর হলো না। ভালো মানুষ বড্ড তাড়াতাড়ি চলে যান।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়