ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভিকারুননিসায় পাসের হার কমেছে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুননিসায় পাসের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাসের হার কমেছে। পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

কলেজটিতে এবার পাসের হার ৯৯ দশমিক ৩২ ভাগ। গত বছর ছিল ৯৯ দশমিক ৭৮ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন। গতবার ৯৫৭ জন জিপিএ-৫ পেয়েছিল।

বুধবার দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিউ বেইলি রোড ক্যাম্পাসে চলতি বছরের এইচএসসির ফলের তথ্য জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

ফেরদৌসী বেগম বলেন, এবার আমাদের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯২৫ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৯১২ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৩৮৩, মানবিক থেকে ২৫৮, ব্যবসায় শিক্ষা থেকে ২৮৪ জন পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৬৯৭, মানবিক বিভাগ থেকে ১৯, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়