ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভূঞাপুরে বাল্যবিয়ে না দিতে অভিভাবকদের শপথ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূঞাপুরে বাল্যবিয়ে না দিতে অভিভাবকদের শপথ

‘বাল্য বিবাহ যেখানে, প্রতিরোধ সেখানে’- স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সন্তানকে বাল্য বিয়ে না দিতে শপথ করেছেন অভিভাবকরা।

বুধবার দুপুরে উপজেলার ফলদা কালীমন্দিরে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এই শপথ করেন তারা। এ সময় অভিভাবকরা হাত তুলে সন্তানদের বাল্যবিয়ে দেবেন না বলে জানান।

ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরন দত্ত, ফলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা, ফলদা ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ, মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুন প্রমুখ।


টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়