ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভেনেজুয়েলার বিরোধী নেতা গুয়াইডোর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলার বিরোধী নেতা গুয়াইডোর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইডোর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

দেশটিতে ক্ষমতার লড়াই নিয়ে গুয়াইডো ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের মাঝে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

গত সপ্তাহেই নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন গুয়াইডো। তাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশ। অন্যদিকে, মাদুরোকে সমর্থন করে রাশিয়া, তুরস্কসহ কয়েকটি দেশ। এরপরই দেশটিতে রাজনৈতিক সংকট তীব্র হয়।

গুয়াইডো তার সমর্থকদের আজ বুধবার দুই ঘণ্টা শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তবে গুয়াইডো সেই প্রতিবাদ মিছিলে থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ ভেনেজুয়েলায় বাহিরের সেনাবাহিনীর হস্তক্ষেপের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে তারা এমন মত প্রকাশ করে।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়