ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোক্তা ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি ব্যাংকারদের

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোক্তা ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি ব্যাংকারদের

গত দেড় বছর ধরে ঝুলে থাকার পর চলতি বছরের এপ্রিলেই বাস্তবায়ন হতে যাচ্ছে নয়-ছয় সুদহার। এক্ষেত্রে কনজ্যুমার ক্রেডিট বা ভোক্তা ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি জানিয়েছে ব্যাংকাররা।

একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের জামানতবিহীন ঝুঁকিপূর্ণ ঋণেও বেশি সুদ নিতে চান তারা।

মঙ্গলবার ব্যাংকার্স সভায় এসব দাবি করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এসএমই খাতকে সিঙ্গেল ডিজিটের ভেতরে না নিয়ে আসার সুপারিশ করেছিলেন ব্যাংকাররা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুপারিশ নাকচ করে দেয়া হয়। কারণ, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি জানান, বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক। সেখান থেকে ব্যাংকগুলোর আমানত একসঙ্গে উঠিয়ে না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ভুয়া ঋণ বন্ধে জামানত সংরক্ষণের ব্যাপারে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

 

ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়