ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোগান্তির মধ্যেও সুখস্মৃতি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোগান্তির মধ্যেও সুখস্মৃতি

নিজস্ব প্রতিবেদক : স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। বাড়ি যেতে যে ভোগান্তি হয়েছিল, ঢাকায় ফেরার পথে প্রায় একই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তবে সবকিছু ছাপিয়ে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে কাটিয়ে আসা সুখস্মৃতিগুলোকেই প্রাধান্য দিচ্ছেন ঢাকায় ফেরা মানুষগুলো।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ছুটি কাটাতে যাওয়া মানুষরা ফিরছেন। এক্ষেত্রে তারা বেশি ভোগান্তিতে পড়েছেন বিলম্বে ট্রেন ছাড়া ও ঢাকায় পৌঁছানোর ক্ষেত্রে।

এছাড়া, যাত্রীর তুলনায় ট্রেনে আসন কম থাকায় অনেকে দাঁড়িয়ে এসেছেন। অনেককে ট্রেনের ছাদে করে আসতেও দেখা গেছে।

খুলনা থেকে আসা আব্দুল গফুর বলেন, বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করা অনেক আনন্দের। ঢাকায় আসতে মন চায়নি। কিন্তু না এসেও উপায় নেই। ভালো লাগার মুহূর্তগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। এটাই প্রাপ্তি।

রাজশাহী থেকে আসা সাফওয়ান মিরাজ নামে একজন বলেন, প্রয়োজনের স্বার্থে চলে আসলাম। কিন্তু আরো কয়েকদিন থাকতে পারলে ভালো হতো। কয়েকদিন খুব ভালো ছিলাম। দিনগুলো ভালো কাটছিল।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়