ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোটাভুটি ছাড়াই ঢাবির ভিসি প্যানেল চূড়ান্ত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটাভুটি ছাড়াই ঢাবির ভিসি প্যানেল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : ভোটাভুটি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্যানেল চূড়ান্ত করেছে সিনেট।

বুধবার বিকেলে তিন সদস্যের উপাচার্য প্যানেল কণ্ঠভোটে পাস হয়েছে।

বিএনপিপন্থী সাদা দল সিনেটের অধিবেশন বর্জন করায় এবং আওয়ামী লীগপন্থী নীল দলের পেশ করা উপাচার্য প্যানেল নিয়ে মতানৈক্য না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

এই প্যানেল এখন বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেয়া হবে।

তিনজনের ভিসি প্যানেলে রয়েছেন- উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়