ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোমরা স্থলবন্দরে ১৬ কোটি টাকা রাজস্ব ঘাটতি

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৩, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোমরা স্থলবন্দরে ১৬ কোটি টাকা রাজস্ব ঘাটতি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আট মাসে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

ভোমরা শুল্ক স্টেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

এই আট মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা।

ভোমরা শুল্ক স্টেশন সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা স্থলবন্দর থেকে ২০১৬-১৭ অর্থবছরে ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। যেখানে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা। কিন্তু এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৪৩৯ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৯৯৩ টাকা। অর্থাৎ প্রায় ১৬ কোটি টাকা ঘাটতি রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির সুযোগ দেওয়া হলে এ বন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আয় করা সম্ভব।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবদুল কাইয়ুম জানান, অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আয়ে সামান্য ঘাটতি রয়েছে। বছরের বাকি চার মাসে এই ঘাটতি পূরণের চেষ্টা করা হবে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়