ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলা পৌরসভার বাজেট ঘোষণা

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলা পৌরসভার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করছেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির

ভোলা প্রতিনিধি : ঐতিহ্যবাহী ভোলা পৌরসভায় ৩০৪ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৯৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

নতুন কোনো কর আরোপ ছাড়াই বৃহস্পতিবার রাতে পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে বিশাল অঙ্কের এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর কাউন্সিলরবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

২০১৭-১৮ অর্থ বছরের এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ২৮৪ কোটি ১৫ লাখ টাকা এবং ব্যয় ২৮৪ কোটি ১৬ লাখ টাকা।

উন্নয়ন খাতের  প্রকল্পসমূহের মধ্যে শীর্ষে রয়েছে উপকূলীয় শহরের পরিবেশ উন্নয়ন প্রকল্পের ১৫৭ কোটি ৮০ লাখ টাকা, এমআইএফের ৫০ কোটি,  বিএমডিএফের ২৯ কোটি, অবকাঠামো উন্নয়নসহ মাস্টার প্লান প্রকল্পে ২৭ কোটি টাকা।

এবারের বাজেট পরিকল্পনার উল্লেখযোগ্য দিক হচ্ছে ১০০ কোটি টাকা ব্যয়ে জিয়া সুপার মার্কেটকে ১৫ তলা বিশিষ্ট ট্রেডসেন্টারে রূপান্তর এবং ভোলা পৌরসভার পাঁচটি খালের নাব্যতা ফিরিয়ে আনাসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।



রাইজিংবিডি/ভোলা/২১ জুলাই ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়