ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভোলায় আনন্দমুখর বই বিতরণ উৎসব

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় আনন্দমুখর বই বিতরণ উৎসব

ভোলা সংবাদদাতা: ভোলায় আনন্দমুখর পরিবেশে শুরু হলো শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব।

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে উৎসব উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র পাল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সরকার শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই বাংলাদেশে আগের চেয়ে শিক্ষার মান অনেক বেড়েছে।’

তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আজ থেকে আনন্দের সাথে পড়ালেখায় মনোযোগি হওয়ার আহবান জানান।

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বই বিতরণের পরে জেলা প্রশাসক ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন।

এছাড়াও পর্যায়ক্রমে ভোলার সাত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা বই বিতরণ উৎসব উদ্বোধন করেন।

ভোলা জেলার মাধ্যমিক,দাখিল, ইবতেদায়ি,কারিগরী ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ লাখ শিক্ষার্থীদের মাঝে ৫৩ লাখ ১হাজার ৫শ ৬৩টি বই বিতরণ করা হয়েছে।



রাইজিংবিডি/ ভোলা/১ জানুয়ারি ২০১৯/ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়