ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোলায় তোফায়েল ও পার্থের মনোনয়ন বৈধ

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় তোফায়েল ও পার্থের মনোনয়ন বৈধ

ভোলা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ ও আন্দালিভ রহমান পার্থের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

দীর্ঘ শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ভোলা। এদিকে, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থী হায়দার আলী লেলিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুর ২টায় জেলা প্রশাসকের হল রুমে ভোলা-১ ও ভোলা-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের প্রতিনিধি জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, আন্দালিব রহমান পার্থের প্রতিনিধি বিজেপির বিদেশবিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, উপজেলা চেয়ারম্যান মোসারফ হোসেন, বিজেপির সম্পাদক মোতাছিম বিল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব।

ঋণখেলাপী হওয়ায় বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়ন বাতির করা হয়েছে।




রাইজিংবিডি/ভোলা/২ ডিসেম্বর ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়