ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোলায় দেড় শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত ১

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় দেড় শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত ১

ভোলা সংবাদদাতা : ভোলায় ঘূর্ণিঝড় ‘ফর্ণি’র তাণ্ডবে দেড় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

ভোলা সদরের দক্ষিণ দীঘলিয়ার কোড়ালিয়া গ্রামের গৃহবধূ রানু বেগম ঘর চাপা পড়ে মারা গেছে। জেলার সাত উপজেলায় গাছ ও ঘর চাপায় ২৪/২৫ জন আহত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারের জন্য ২৫ হাজার টাকা, আহতদের জন্য ফ্রি চিকিৎসা এবং বিধ্বস্ত প্রতি ঘরের জন্য ২ বান করে টিন বিতরণ করা হবে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে জেলায় ভারি বৃষ্টি ও বাতাস শুরু হয়। মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ৪৮ দশমিক ৭ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ শনিবার বিকেলে প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা জুড়ে থেমে থেমে ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। অনেক সড়কে গাছ, বিদ্যুতের খুঁটি ও তার পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।



রাইজিংবিডি/ভোলা/৪ মে ২০১৯/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়