ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোলায় ধরা পড়েছে বিশালাকৃতির সোর্ড ফিস

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় ধরা পড়েছে বিশালাকৃতির সোর্ড ফিস

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলায় স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে সামুদ্রিক সোর্ড ফিস। আঞ্চলিকভাবে এ মাছ পাইক মাছ বা কাইক্কা মাছ বলে পরিচিত।

এই মাছ গভীর সমুদ্রে বসবাস করে। এ মাছ খেতে সুস্বাদু এবং এর শুঁটকির বিদেশে বেশ চাহিদা রয়েছে। মাছটি লম্বায় ৮ ফুট। ওজন প্রায় ১০৬ কেজি। 

আজ বৃহস্পতিবার বিকেলে মাছটি চরফ্যাশন পৌর শহরের মাছ বাজারে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। ধারণা করা হচ্ছে, সমুদ্রের গতিপথ ভুলে যাওয়ার কারণে মাছটি মিষ্টি পানিতে প্রবেশ করেছে।
 


স্থানীয়রা জানান, বেতুয়া স্লুইসগেট বাজারের দুলাল মাঝি ১০ হাজার টাকা দামে মাছটি কিনে সামরাজ কামাল ফরাজীর আড়তে আনেন। দুলাল মাঝি বলেন, মাছটি ১০ হাজার টাকায় কিনে এনেছেন। তিনি আশা করছেন এটি ৩০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

সামুদ্রিক সোর্ড ফিস পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মাছ। এই মাছের সর্বোচ্চ চলার গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

 

 

রাইজিংবিডি/ভোলা/৬ সেপ্টেম্বর ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়