ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোলায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৩

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ৩

ভোলা প্রতিনিধি : ভোলায় পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসা আনোয়ারা বেগম (২২) নামের এক রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আনোয়ারা বেগম কক্সবাজারের রামু থেকে এসেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত বাকি দুজন হলেন- হালিমা খাতুন (২৫) ও তার স্বামী মো. জাফর (৩০)। তারা ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। হালিমা খাতুন ও মো. জাফর আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই হিসেবে পরিচয় দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, দুপুর ২টার দিকে পাসপোর্ট করতে আসলে আনোয়ারা বেগমকে দেখে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী কর্মকর্তা খন্দকার তাজুল ইসলামের সন্দেহ হয়। এ সময় তিনি থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে।

হালিমা খাতুন ও মো. জাফর জানান, তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তারা আনোয়ারাকে ৭ বছর আগে কক্সবাজারের রামু থেকে বোন হিসে দত্তক নেন।

আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।



রাইজিংবিডি/ভোলা/৩ জুলাই ২০১৮/নয়ন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়