ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলায় মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৪

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ৪

ভোলা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার মনপুরা উপজেলার সর্ব দক্ষিণে অবস্থিত চর নিজামের তিন চর সংলগ্ন সাগর মোহনায় ট্রলার ডুবি হয়েছে। এতে ট্রলারের ১১ মাঝিকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন চারজন।

সোমবার ভোরে ট্রলার ডুবির পর দুপুর পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ জেলেরা হলেন- কামাল মাঝি (৫৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫) ও সাইফুল (২৮)। এদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।

চর নিজাম পুলিশ ফাঁড়ির এসআই হারুনুর রশীদ জানান, চর নিজামের আবু মাঝির গদির কামাল মাঝির ট্রলার তিন চর সংলগ্ন সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে কামাল মাঝিসহ চার জেলে নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, ভোরেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চর নিজাম থেকে আটটি ট্রলার সাগরে গেছে। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের ঢাল চর সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার (ওসি) শাহীন খান জানান, ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



রাইজিংবিডি/ভোলা/২৪ জুলাই ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়