ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভোলা সংবাদদাতা : ভোলা সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ ছয় বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন।

আগামীকাল থেকে পর্যায়ক্রমে এ বছরের ২৪ নভেম্বর পর্যন্ত ৯৮ দিনে সদর উপজেলার ১৩ ইউনিয়নের ২ লাখ ৯২ হাজার ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেওয়া হবে।




রাইজিংবিডি/ভোলা/৮ আগস্ট ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়