ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মঙ্গল প্রদীপ কখনো নিভে যাবে না

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গল প্রদীপ কখনো নিভে যাবে না

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলময়, তা কখনো থেমে থাকে না। জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ কখনো নিভে যাবে না।

শুক্রবার রাজধানীর  বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা বলেন।

দেশের ৬৪ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ১ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন `উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’।

মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যদি যথাযথভাবে লালন পালন করতে না পারি সে ব্যর্থতা আমাদের সকলের। তাই শুভ্র সুন্দর গোলাপের মতো সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সুমহান পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন জানিয়ে নুরুজ্জামান বলেন, তিনি  (প্রধানমন্ত্রী) মনেপ্রাণে বিশ্বাস করেন, সমাজের উদ্যানে শত সহস্র পুষ্প বিকশিত হবে তাদের আপন জ্ঞানের মহিমায়। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে  সহযোগিতা করার আহবান জানান তিনি।

ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এ মিলনমেলা আগামীতে নতুন প্রজন্মকে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ার পথে বড় ভূমিকা রাখবে।

তরুণ প্রজন্মকে  মাদক থেকে মুক্ত রাখতে  উৎসর্গ ফাউন্ডেশনকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও উৎসর্গের প্রধান উপদেষ্টা শামসুল হক টুকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ,  ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক তানজিনা খান।


রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়