ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, কোচ সুজন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা, কোচ সুজন

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। এই সফরের জন্য আগামীকাল মঙ্গলবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই সফরে কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আজ সোমবার তিনি দল ঘোষণার বিষয়ে বলেন, ‘আমাদের সভাপতি দেশের বাইরে আছেন। কাল বা পরশুর মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দিব। সম্ভবত কালকেই স্কোয়াড দিব। আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাব। হয়তো একজন বাড়তে পারে। অন্য ক্রিকেটাররা অন্য জায়গায় ব্যস্ত আছে। জানেন ভারতে 'এ' দল আছে। আফগানিস্তানের সাথেও খেলছে কেউ কেউ। আমার মনে হয় না বেশি ক্রিকেটার ডাকা দরকার আছে। ১৩-১৪ জন হবে। সবাই হয়তো একসাথে যাবে। কেউ ভারত থেকে যেতে পারে। এটা ঠিক করছি আমরা দুই-তিন দিনের মধ্যে। সাকিব হজ্বে যাচ্ছে। এছাড়া লিটনের বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। এই দুজন ছাড়া সবাই যাচ্ছে। ওদের আমরা মিস করব।’

‘সাকিব আর লিটনের জায়গায় দুজনকে তো আমাদের নিতেই হচ্ছে। এছাড়া মাহমুদুল্লাহ রিকভারি করে ফেলছে। মাশরাফিও রিকভারি করে ফেলছে। যারা ভালো করছে এবং ওই পজিশনে যারা আছে, তাদের আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি।’ যোগ করেন তিনি।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। এ বিষয়ে আকরাম খান বলেছেন, ‘হেড কোচের ব্যাপারে ক্রাইসিস আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত সুজনকে দিয়ে আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে অন্য কোচ দেখব আমরা। অন্তর্বর্তীকালিন কোচ সুজন কী না এটা আমরা দেখছি। দুই তিন দিন পর সিদ্ধান্ত জানাব। লং টাইমের জন্য যদি আমরা ওরকম যোগ্য কোচ যদি পাই তাহলে সে দেখবে ট্রেইনিং। এটার সম্ভাবনা কম। আপাতত আমরা সুজনকে নিয়ে চিন্তা করছি। এটাই প্ল্যান। আর আমাদের ফিল্ডিং কোচের (রায়ান কুক) সঙ্গে যোগাযোগ করছি। সে আসবে। শ্রীলঙ্কা সিরিজের আগেই যোগ দিবে।’


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়