ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মঞ্চে ‘জলপুত্র’

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঞ্চে ‘জলপুত্র’

জলপুত্র নাটকের মহড়ার দৃশ্য

মোখলেছুর রহমান : নতুন নাটকের দল বেঙ্গল থিয়েটার। বছর না ঘুরতেই ‘জলপুত্র’ শিরোনামের নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে দলটি। আগামী  ২৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায় নিয়ে লেখা উপন্যাস ‘জলপুত্র’। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন এ সময়ের আলোচিত নাট্যকার রুমা মোদক। নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যনির্দেশক হাসান রেজাউল।

সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায়ের চাল-চলন, অপ্রাপ্তির বেদনা, প্রাপ্তির উল্লাস, শোষণের হাহাকার, অশিক্ষার অন্ধকার এই নাটকটিতে স্থান পেয়েছে।  এ নাটকে একজন জেলে নারীর সংগ্রামী জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে উঠার চিত্রও তুলে ধরা হয়েছে।

নতুন এই নাটক প্রসঙ্গে নির্দেশক হাসান রেজাউল রাইজিংবিডিকে বলেন, ‘জেলেরা প্রান্তজন। তাদের নিয়ে আমরা কাজ করতে পারছি এটাই আনন্দের। প্রান্তজনদের পাশে সব সময় থাকতে চাই। এই নাটকে একজন নারীর সংগ্রামী জীবন কথনের পাশাপাশি শোষণের হাত থেকে বাঁচার জন্য জলপুত্রদের প্রতিবাদী হয়ে উঠার চিত্রও তুলে ধরেছি। নতুন দল হিসেবে আমরা চেষ্টা করছি নতুন কিছু করার। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

জলপুত্র নাটকে অভিনয় করছেন- তাহমিনা, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, আকাশ, রাজিব, সজিব, উজ্জল, তোফায়েল, সাবিব, অর্থি,  রকি, খাদিজা, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া ও রেজাউল প্রমুখ। নাটকটির কোরিওগ্রাফি করেছেন- মনি-মুক্তা। প্রযোজনা ব্যবস্থাপনায় রবিন দত্ত।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/মোখলেছ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়