ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মতলবে সালিশ বৈঠকে সংঘর্ষ, আহত ৪০

জিএম শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মতলবে সালিশ বৈঠকে সংঘর্ষ,  আহত ৪০

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলবে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে শনিবার রাতে সালিশ বৈঠক চলাকালে দুপক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এ সময় ১৫-২০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির এক তরুণীকে উত্ত্যক্ত করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ থানায় অভিযোগ করেন। এই অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। এ সময় ১৫-২০টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।

মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) কুতুব উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।




রাইজিংবিডি/চাঁদপুর/৪ জুন ২০১৭/জিএম শাহীন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়