ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ এক বছর বৃদ্ধি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ এক বছর বৃদ্ধি

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চাকরির মেয়াদ চুক্তিভিত্তিক আরো এক বছরের জন্য বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত   আদেশ জারি করা হয়েছে।

১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। ‘সরকারি কর্মচারী আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী পিআরএল বাতিলের শর্তে আগামী ১৬ ডিসেম্বর থেকে আরো এক বছরের জন্য খন্দকার আনোয়ারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ার ১৯৮৩ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।



ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়