ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মন্ত্রিসভার ৩ মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫.২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রিসভার ৩ মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫.২৬

২০১৯ সালের শেষ তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার শতকরা হিসেবে ৭৫.২৬ শতাংশ।

মন্ত্রিসভা বৈঠক শেষে সোমবার বিকালে সচিবালয়ে এতথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রিসভার ত্রয়োমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, গত বছর মন্ত্রিসভার শেষ প্রান্তিক বা শেষ তিন মাসে (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর) বৈঠক হয়েছে মোট নয়টি। সিদ্ধান্ত হয়েছে মোট ৯৭টি। তারমধ্যে বাস্তবায়ন হয়েছে ৭৩টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার শতকরা ৭৫.২৬ শতাংশ।’

সচিব বলেন, ‘তিন মাসে ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। শতকরা ২৪.৭৪ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তিনমাসে দু’টি কর্ম কৌশল অনুমোদন দেয়া হয়েছে। চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে পাঁচটি। সংসদে আইন পাস হয়েছে তিনটি।’


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়