ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মহেশখালীতে বন্দুকযুদ্ধ : আটক ২

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহেশখালীতে বন্দুকযুদ্ধ : আটক ২

পুলিশের সঙ্গে আটককৃত দুইজন

কক্সবাজার প্রতিনিধি : জেলার মহেশখালীতে  ‘সন্ত্রাসীদের’ সঙ্গে  পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে।

এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মোহাম্মদ মেহেদী, কনস্টেবল মো. সোহেল ও মোহাম্মদ পারভেজ। তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন কেরুনতলী এলাকার বাসিন্দা আনু মিয়া (৩০) ও আব্দুল আজিজ (২৭)।

এ সময় উদ্ধার করা হয়েছে দেশে তৈরী পাঁচটি বন্দুক ও ২০ রাউন্ড গুলি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রদীপ বলেন, কেরুনতলীতে পলাতক কয়েকজন আসামিকে গ্রেপ্তারে পুলিশ সকালে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড গুলি ছুঁড়ে।

তিনি বলেন, এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরী দুটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে, পাহাড়ে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/৯ ফেব্রুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়