ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা দু'জন ছোট নৌকা করে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সদস্য শাহাব উদ্দিন রাইজিংবিডিকে জানান, সকালে বাবা ছেলে মিলে ছোট ডিঙি নৌকা নিয়ে বৌলাই নদীতে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ রব্বানী রাইজিংবিডিকে বলেন, বজ্রপাতে নিহত বাবা ও ছেলের মরদেহ স্থানীয়রা নদী থেকে বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক ভাবেই তাদের দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।


রাইজিংবিডি/ সিলেট/ ১৩ জুলাই ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়