ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাঠে নিজেকে ‘খুনি’ মনে করেন লুকাকু

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠে নিজেকে ‘খুনি’ মনে করেন লুকাকু

ক্রীড়া ডেস্ক : ক্লাব কিংবা দেশের হয়ে দারুণ ফর্মে আছেন রোমেলু লুকাকু। সোমবার রাতে ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে বেলজিয়ামের গোলের শুরুটা করেছিলেন তিনিই। ম্যাচের পর এই স্ট্রাইকার বলছেন, মাঠে তিনি নিজেকে একজন ‘খুনি’ মনে করেন।

বেলজিয়ামের হয়ে গোলের হাফ সেঞ্চুরি থেকে আর মাত্র একটি গোল দূরে আছেন লুকাকু। সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে একটি গোলের পর ৮২ ম্যাচে তার গোলসংখ্যা হয়েছে ৪৯টি।

২৬ বছর বয়সি এই স্ট্রাইকার বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আগেই। লুকাকু বলছেন, ৫০ গোলের কথা স্বপ্নেও ভাবেননি তিনি, ‘আমি ৫০তম গোল পেয়ে যাব। আমি ৩০ গোল করা নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলাম, রেকর্ডটা যখন আমি ভাঙলাম।’

‘আমি ৫০ গোলের স্বপ্ন কখনো দেখিনি। সত্যিই দেখিনি। আমি নির্ভার। মাঠে আমি একজন খুনি, তবে পরবর্তীতে নই।’

এই মৌসুমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমিয়েছেন। সিরি ‘আ’তে ইন্টারের হয়ে নিজের প্রথম দুই ম্যাচে করেছেন দুই গোল।

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, লুকাকুকে এত খুশি তিনি আগে কখনো দেখেননি, ‘এই প্রথম আমি ওকে এত স্বাধীন এবং খুশি দেখছি। আমি কখনো ওকে এত মনোযোগী, এত খুশি, এত নির্ভার দেখিনি।’

‘আমি মনে করি, ইন্টার মিলানে গিয়ে ওর ক্যারিয়ারের অন্যতম বড় ফুটবল অধ্যায়ের মুখোমুখি হতে ও প্রস্তুত। ও খুবই নিবেদিত, ঠিক যতটা জাতীয় দলের জন্য। আমি ওর খুশি দেখে মুগ্ধ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়