ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ

অর্থনৈতিক প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দুটির মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চের ৩১ তারিখে প্রতিটি স্বর্ণ মুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। উক্ত সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের দাম বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার দাম ৫০ হাজার টাকা করা হলো।


রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়