ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাদক মামলায় যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক মামলায় যাবজ্জীবন

রাজধানীর মতিঝিল থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিন্টু (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা) এর বিচারক মনির কামাল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মিন্টুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ৩ মাস কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত মিন্টু গেন্ডারিয়ার করাতিতোলা ২৭/৩ এর মৃত রাজু মিয়ার ছেলে। পলাতক থাকায় রাজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

২০১২ সালের ২৭ মার্চ মতিঝিল থানা এলাকা থেকে মিন্টুর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মুন্সী মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়