ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লালন দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেক্ট্রনিকস শো-রুমের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ভেড়ামারা থানা পুলিশ। তল্লাশিকালে ৪৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার এবং লালনকে গ্রেপ্তার করা হয়।

২০১৪ সালের ১১ জানুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী জানান, লালনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে।


রাইজিংবিডি/কুষ্টিয়া/৪ আগস্ট ২০১৯/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়