ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদক মামলায় ১০ বছর কারাদণ্ড

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক মামলায় ১০ বছর কারাদণ্ড

ঝালকাঠী সংবাদদাতা : ঝালকাঠীতে মাদক মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাছির সরদার নলছিটি শহরের খাসমহল এলাকার মৃত জবান আলী সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নলছিটি শহরের খাসমহলের বাসা থেকে ১৫০ পিস ইয়াবা ও দেড় কেজি গাজাসহ নাছির সরদার এবং তার ছেলে হাসান সরদারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ এপ্রিল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত হাসান সরকারকে বেকসুর খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল। আসামিপক্ষে ছিলেন নাসিমুল হাসান।


রাইজিংবিডি/ঝালকাঠী/২৬ আগস্ট ২০১৯/অলোক সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়