ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মাদকে যুব সমাজকে ধ্বংস হতে দেব না’

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাদকে যুব সমাজকে ধ্বংস হতে দেব না’

বাগেরহাট সংবাদদাতা : মাদকে যুব সমাজকে ধ্বংস হতে দেবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘‘বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই এ দেশে হবে না। যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দেবে, তাদের ধ্বংস করছে মাদক। আমরা এটা হতে দেব না।’’

রোববার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে সুন্দরবনের তিনটি দস্যুবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাদক চোরাচালানি ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা যারা দেশে মাদক ব্যবসা করছেন, তারা যদি ভালো না হন। খুব শীঘ্রই আপনাদের কী পরিণতি হয়, তা দেখতে পারবেন।’’

দস্যুদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘আপনারা যারা আত্মসমর্পণ করেছেন তাদের আমরা সব ধরনের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলা আছে, জেলা প্রশাসকরা মামলা সহজে মীমাংসার ব্যবস্থা করবেন। তবে হত্যা ও ধর্ষণের মতো অপরাধের জন্য আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে।’’

আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন প্রমুখ।

জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, ছোট সুমন ও মেহেদী হাসান ওরফে ডন- এই তিন বাহিনীর ২৭ জন সদস্য এখানে আত্মসমর্পণ করেন। এ সময় বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১৩টি একনলা বন্দুক, তিনটি বিদেশি দোনলা বন্দুক, চারটি ২২ বোর বিদেশি রাইফেল, সাতটি পাইপগান, একটি বিদেশি ওয়ান শ্যুটারগানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গুলি জমা দেয়। আত্মসমর্পণ করা প্রত্যেককে ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন দেওয়া হয় র‌্যাবের পক্ষ থেকে। 

গত দুই বছরে ১২ ধাপে ২০টি বাহিনীর ২১৭ জন দস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসল।




রাইজিংবিডি/বাগেরহাট/১ এপ্রিল ২০১৮/টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়