ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদারীপুরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর সংবাদদাতা: লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে রোরো ও ডাম্প ফেরি চলাচল। ৩ টি কে-টাইপ ও ১ টি মিডিয়ামসহ মাত্র চারটি ফেরি চলছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে রাতে একটি রোরো ফেরি কাঁঠালবাড়ী ঘাটে এসেছে। তবে চ্যানেলে পানি কম থাকায় ফেরির তলদেশ ডুবোচরে ঘঁষা লাগছে। এ কারনে রাত সাড়ে দশটা থেকে ৩ টি রোরো, ও ৫ টি ডাম্প ফেরি বন্ধ রাখা হয়েছে।

রাতে কাঁঠালবাড়ী ফেরি ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসি'র কর্মচারী মো. জামিল হোসেন বলেন,'রাতে নাব্যতা সংকট দেখা দেয়ায় রোরো ও ডাম্প ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে ছোট চারটি ফেরি চলছে।

রাইজিংবিডি/মাদারীপুর/২৩ আগস্ট, ২০১৯/বেলাল রিজভী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়