ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদারীপুরে বিলুপ্তপ্রায় মেছো বাঘ আটক

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে বিলুপ্তপ্রায় মেছো বাঘ আটক

আটক মেছো বাঘ

মাদারীপুর প্রতিনিধি : জেলার শিবচরে বিলুপ্তপ্রায় প্রজাতির এক মেছো বাঘ আটক করে বন বিভাগে হস্তান্তর করেছে গ্রামবাসী।

শুক্রবার দুপুরে বন বিভাগের কর্মকর্তারা মেছো বাঘটি ঢাকা  নিয়ে যায়।

জানা যায়, শিবচরের মাদবরকান্দি গ্রামের খুরশেদ মোড়লের বাড়ির নব নির্মিত বাথরুমের হাউসে গত রাতে একটি বিলুপ্তপ্রায় মেছো বাঘ আটকা পড়ে। আজ সকালে বাড়ির লোকজন মেছো বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে বস্তায় করে হাউস থেকে উপড়ে তুলে এনে একটি লোহার খাঁচায় বন্দি করে বন বিভাগে খবর দেয়।

দুপুরে বন বিভাগের কর্মকর্তারা এসে মেছো বাঘটি নিয়ে ঢাকা চলে যায়।

মাদারীপুর বন বিভাগের অফিস সহকারী সুমন আহমেদ বলেন, এলাকাবাসী বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে। স্থানীয়রা বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। পরে বন বিভাগ বাঘটি ঢাকার চিড়িয়াখানায় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/১০ ফেব্রুয়ারি ২০১৭/বেলাল রিজভী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়