ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মারা গেলেন সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মারা গেলেন সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : সাবেক তথ্যমন্ত্রী রাজনীতি বিশ্লেষক ড. মিজানুর রহমান শেলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে আসার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ড. শেলী ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৯০ সালে তৎকালীন সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।


রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়