ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মারুফ রায়হানের কবিতাগ্রন্থ ‘হাওয়ানগরে পারুলফুল’

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মারুফ রায়হানের কবিতাগ্রন্থ ‘হাওয়ানগরে পারুলফুল’

সাহিত্য ডেস্ক: কবি মারুফ রায়হান আশির দশক থেকে কবিতা লিখছেন। এবছর বইমেলার প্রথম দিনই এসেছে তাঁর নতুন কবিতার বই ‘হাওয়ানগরে পারুলফুল’। প্রকাশ করেছে চিত্রা প্রকাশনী (মেলায় স্টল নং ৫৬৮)। প্রচ্ছদ এঁকেছেন সোহেল আশরাফ। মূল্য ১২০ টাকা।

‘হাওয়ানগরে পারুলফুল’ কবিতাগ্রন্থে রয়েছে চৌত্রিশটি কবিতা। ছ’টি কবিতার সঙ্গে রয়েছে চিত্রকর্ম।বহুবর্ণিল প্রেমের ছন্দোবদ্ধ পঙক্তিমালা এবং সময়ের কণ্ঠস্বর ধারণ করেছে এই কবিতার বই। নিকট অতীতের সামাজিক অন্যায় ও পাপাচার এবং বিশ্বের রক্তপায়ী তৃষ্ণার কথা যেমন ফুটে উঠেছে গ্রন্থের নানা কবিতায়, তেমনি ব্যক্তির স্বপ্ন, সাহস ও সংগ্রামের চিত্রও রয়েছে। হাওয়ানগর এক প্রতীকী জনপদ, যেখানে বইছে তীব্র হাওয়া, হাওয়ায় দুলছে সব, বুঝি লণ্ডভণ্ড হয়ে যাবে মানববসতি ও নিসর্গ। কবির হৃদয় সবচেয়ে রক্তাক্ত। হাওয়াকে সে জাপ্টে ধরতে চায় যাতে আর কোনো পারুলফুল এই জনপদে নিষ্পিষ্ট না হতে পারে।

উল্লেখ্য, গ্রন্থে সদ্যপ্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি ও কাঁকন বিবি স্মরণে রয়েছে শোকার্ত পঙক্তিমালা।




রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়