ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্সেল-ডেইলি সান বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল-ডেইলি সান বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার প্রদান

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মার্সেল-ডেইলি সান বিশ্বকাপ ক্রিকেট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং আইসিসি ডেভলপমেন্ট ম্যানেজার (এশিয়া) আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি সানের কনসাল্টিং এডিটর নাদিম কাদির, নিউজ এডিটর সৈয়দ আফজাল হোসেন, সিটি অ্যান্ড ডিপ্লোম্যাটিক এডিটর রেজাউল করিম লোটাস, চিফ রিপোর্টার ফিরোজ আল মামুনসহ আরো অনেকে। 

কুইজে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে লটারির মাধ্যমে ২৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইজ প্রতিযোগিতা দুই পর্বে বিভক্ত ছিল। প্রত্যেক পর্বে ১৩ জন করে বিজয়ী হন। 

প্রথম পর্বের প্রথম পুরস্কার সাড়ে ১২ সিএফটি মার্সেল রেফ্রিজারেটর পেয়েছেন নেত্রকোনার রিয়াদ, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন পেয়েছেন ঢাকার সাহিদুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন পেয়েছেন ঢাকার জান্নাতুন নাঈম।

দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন পেয়েছেন ঢাকার শারিকা, দ্বিতীয় পুরস্কার সাড়ে ১২ সিএফটি মার্সেল রেফ্রিজারেটর পেয়েছেন মাদারীপুরের নার্গিস আক্তার এবং তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন পেয়েছেন ফেনীর রিনা আক্তার।

প্রতিটি পর্বের চতুর্থ পুরস্কার মার্সেল ব্লেন্ডার পেয়েছেন ১০ জন এবং পঞ্চম পুরস্কার মার্সেল রাইস কুকার পেয়েছেন ১০ জন।

ডেইলি সানের সম্পাদক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশংসা করে বলেন, ‘মার্সেল-ডেইলি সান বিশ্বকাপ ক্রিকেট কুইজের প্রতিযোগিতা বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ’

এ ছাড়া তিনি ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মার্সেল ও ওয়ালটন সব সময় আমাদের সহায়তা করে এবং আশা করি ভবিষ্যতেও তারা আমাদের সাথে থাকবে। আমরা তাদের পাশে রেখে এগিয়ে যেতে চাই।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট জুলাই মাসে মধ্যরাতে শেষ হয়েছিল। মার্সেল-ডেইলি সান ক্রিকেটের সংবাদ প্রকাশ এবং এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে মধ্যরাতেও পাঠক ও দর্শকদের প্রাণবন্ত রেখেছিল।’

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন এ অধিনায়ক বলেন, ‘ওয়ালটন অন্যতম একটি প্রতিষ্ঠান যারা ক্রিকেটের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। বিভিন্নভাবে স্পন্সর করে তারা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রতিষ্ঠিত ও টেকসই দল হতে সাহায্য করছে।’

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম বলেন, ‘ওয়ালটন ও ডেইলি সান এ ধরনের ‘ব্রেইন গেইম’ খেলার আয়োজন করে শুধু ব্যবসায়িক সুসম্পর্ক রাখেনি, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পাঠক ও দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।’



ঢাকা/আরজু/জেনিস/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়