ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালয়েশিয়ায় নিহত মহিন ও রাজীবের বাড়িতে মাতম

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় নিহত মহিন ও রাজীবের বাড়িতে মাতম

কুমিল্লা প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতদের দুজনের বাড়ি কুমিল্লা জেলায়। দুজনের বাড়িতেই চলছে মাতম।

এরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মহিন (৩৭) এবং জেলার দাউদকান্দি উপজেলার ঢাকারগাও গ্রামের মুন্সীবাড়ীর ইউনিস মুন্সীর বড় ছেলে রাজিব মুন্সী (২৫) ।

নিহতরা ওই দেশে কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক ছিল। রাতের পালায় কাজ করার জন্য তারা নেরগরি সেমবিলান প্রদেশের নিলাই থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

মালয়েশিয়ার বাস দুর্ঘটনায় মৃত্যুর সংবাদে মহিনের বাড়িতে শোকে বিহবল হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। রাতেই মহিনের বাড়িতে ভিড় করে লোকজন।

মাত্র ৬ মাস আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান দুর্লভপুর গ্রামের মহিন। এর আগেও বাহারাইনে ৫ বছর থেকে ফিরেছেন প্রায় খালি হাতে। তাই দুই ভাই তিন বোনসহ পরিবারের ৯ সদস্যের একমাত্র ভরণ পোষণকারী মহিন আবারো ৪লাখ টাকা ধার করে মালয়েশিয়ার কুয়ালালামপুরের এমএসএস কার্গো সার্ভিসে কাজ নেয়।

কাজ পাবার মাত্র চার মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় মহিনের মৃত্যুতে হতবিহ্বল তার বাবা। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকাচ্ছন্ন মহিনের মা। একবার দেখতে চান সন্তানের মুখ।

দুই বছরের শিশু সন্তান মুনতাহকে কোলে রেখে মালয়েশিয়া যান মহিন। ওইদিন সকালে কাজে যাবার আগে মেয়ে মুনতাহার সাথে কথা বলেন তিনি। স্বামী হারানোর বেদনায় এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়ছেন মহিনের স্ত্রী।

অন্যদিকে নিহত দাউদকান্দির ঢাকারগাওয়ের রাজিব মুন্সী বাড়িতেও চলছে মাতম।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ১০ মিনিটে কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এমএএস কার্গো, জালান এস-৮ পেকেলিলিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ৩৪ জন।




রাইজিংবিডি/ কুমিল্লা/৯ এপ্রিল ২০১৯/ জাহাঙ্গীর আলম ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়