ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিনিটে একজনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিনিটে একজনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সে হিসেবে প্রতি ঘণ্টায় ৬১ জনেরও বেশি অর্থাৎ প্রতি মিনিটে ১ জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২১ জুন এক দিনে ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, আর আজ এক দিনে ১ হাজার ৪৭৭ জন। সে  হিসেবে ৪০ দিনের ব্যবধানে ডেঙ্গু রোগীর পরিমাণ ২২ গুণেরও বেশি বেড়েছে। আগস্টে আরো বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৭ হাজার ১৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে ৪ হাজার ৯০৩ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গেছেন ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে খুলনায় সবচেয়ে বেশি ১০৮ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ১০৬, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ৬১, রংপুরে ৩১, সিলেটে ২৯ ও বরিশালে ২২ জন আক্রান্ত হয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়