ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে ‘জোনাকি’র মিছিল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে ‘জোনাকি’র মিছিল

ছবি: সাজ্জাদ শাকিল

ক্রীড়া প্রতিবেদক: জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভার। মুস্তাফিজুর রহমান বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

হুট করে নিভে গেল স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। মিরপুর শের-ই-বাংলায় ঘুটঘুটে অন্ধকার। স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শকের মোবাইলের আলোয় জ্বলজ্বল করছিল হোম অব ক্রিকেট।

মনে হচ্ছিল জোনাকি পোকার মিছিল লেগেছিল গ্যালারিতে। ঠিক ৯টা ১৬ মিনিটে মিরপুর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট হয়। সাত মিনিট অন্ধকারেই ছিল স্টেডিয়াম। এরপর ধীরে ধীরে জ্বলতে থাকে ফ্লাডলাইট। 

খেলা বন্ধ থাকে ১১ মিনিট। মিরপুর শের-ই-বাংলায় এমন ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার ঘটল। বিদ্যুৎ বিভ্রাটে ২০১৫ সালে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।

ওই সময়ে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের জহুর আহমেদেও এমন ঘটনা একাধিকবার ঘটেছিল।


রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়