ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার শুরু হয়েছে। আদালতে মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রী আবু বকর তাম্বাদু রোহিঙ্গাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সূচনা বক্তব্যে আবু বকর তাম্বাদু বলেন, ‘সভ্য মানুষ হিসেবে আমরা গণহত্যার দায় এড়াতে পারি না। ...গাম্বিয়া চায় মিয়ানমার নিজেদের নাগরিককে হত্যা বন্ধ করুক।

আদালতে ১৭ জন বিচারপতির নেতৃত্ব দিচ্ছেন সোমালিয়ার বিচারপতি আব্দুল কোয়াই আহমেদ ইউসুফ।

মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের শুনানিতে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি।

মামলার চূড়ান্ত রায় আসতে আট সপ্তাহ থেকে কয়েক বছর সময়ও লেগে যেতে পারে। তবে গাম্বিয়া প্রাথমিক শুনানিতে বিচারক প্যানেলের কাছে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘অন্তর্বর্তী পদক্ষেপ’ জারির আবেদন করবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়