ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুকেশ আম্বানি এখন বিশ্বের চতুর্থ ধনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুকেশ আম্বানি এখন বিশ্বের চতুর্থ ধনী

বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শনিবার ব্লুমবার্গ বিলিনিয়ার্সের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লুমবার্গ জানিয়েছে, মুকেশ আম্বানির সম্পত্তির মূল্য আট হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এক বছরে তার দুই হাজার ২০০ কোটি ডলারের সম্পদ বেড়েছে। এই মুহূর্তে আম্বানির চেয়ে এগিয়ে রয়েছেন জেফ বেজস, বিল গেটস ও মার্ক জাকারবার্গ। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮ হাজার ৭০০ কোটি , ১২ হাজার ১০০ কোট এবং ১০ হাজার ২০০ কোটি ডলার।

লকডাউনের সময় যখন বিশ্বের বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন বন্ধ তখন বিপরীত চিত্র ছিল রিলায়েন্সে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধী মোবাইল টেনওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা জিও-তে একের পর এক বিনিয়োগ এসেছে। ফেসবুক ও গুগলসহ একাধিক সংস্থা রিলায়েন্সের শেয়ার কিনেছে। ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের মূলধন বেড়েছে, তেমনই বেড়েছে শেয়ারের দাম। এর বদৌলতে সম্পদ বেড়েছে মুকেশ আম্বানির।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়