ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির উৎসবে থাকতে চায় ভারত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির উৎসবে থাকতে চায় ভারত

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উৎসবে পাশে থাকতে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনেও পাশে থাকতে চেয়েছিল ভারত। আমরা ভারতের এই আগ্রহকে সাধুবাদ জানাই।’

বৈঠক সর্ম্পকে মন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে খুবই শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। যা গোল্ডন চ্যাপটার নামে আমরা অভিহিত করছি। এই সম্পর্ককে আমরা আরো নতুন মাত্রায় নিতে চাই।’

বৈঠকে বাণিজ্য ভারসাম্য, কানেক্টিভিটি, যোগাযোগ, পানি ভাগাভাগিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়