ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান’

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

রোববার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মঈন উদ্দীন খান বাদল রচিত ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ বলেন।

স্পিকার বলেন, ‘সংসদ কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল দেশ, জনগণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় সরব থেকেছেন ।’

তিনি বলেন, ‘অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে তিনি জনগণের পক্ষে বক্তব্য রেখে চলেছেন সংসদে। জাতীয় সংসদে তাঁর বক্তব্য সম্বলিত বই ভবিষ্যত প্রজন্মের জন্য রেফারেন্স হয়ে থাকবে।’

এ সময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করে তিনি বলেন, ‘এ গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও বিকাশে গুরুত্ব ভূমিকা রাখবে।’

গ্রন্থের প্রকাশক সেলিনা খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সিদ্দীক আহমেদ, বীর উত্তম ও বীর বিক্রম এ, ডব্লিউ চৌধুরী, বিজেএমইএ এর সভাপতি ড. রুবানা হক, বক্তব্য রাখেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়