ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুগাবের প্রতি শ্রদ্ধা জানাতে জিম্বাবুয়েতে আফ্রিকার নেতারা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুগাবের প্রতি শ্রদ্ধা জানাতে জিম্বাবুয়েতে আফ্রিকার নেতারা

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী হারারেতে আফ্রিকার নেতারা সমবেত হতে শুরু করেছে। শনিবার মুগাবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার বিভিন্ন দেশের বর্তমান ও প্রাক্তন নেতা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে গিনির প্রেসিডেন্ট থিওডর ওবিয়াং এনগুয়েমা জিম্বাবুয়েতে পৌঁছেছেন।

১৯৭৯ সালে ক্ষমতায় আসা ওবিয়াং বলেছেন, ‘আফ্রিকা অঞ্চলে অতুলনীয় নেতা ছিলেন তিনি (মুগাবে)। শ্বেতাঙ্গদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে নিজ দেশের মানুষদের তা ফিরিয়ে দেওয়ার জন্য জিম্বাবুয়ের জনগণ তাকে স্মরণ করবে।’

মুগাবের উত্তরসূরি এমারসন এমনানগাওয়া জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষকৃত্য অনুষ্ঠানে ভাষণ দেবেন। স্টেডিয়ামে থাকা মুগাবের হাজার হাজার সমর্থক তার দল জানু-পিএফ পার্টির পতাকার রঙের পোশাক পরবেন।

তিন দশক ধরে জিম্বাবুয়ের ক্ষমতায় ছিলেন মুগাবে। গত সপ্তাহে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়