ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুরালির রেকর্ড ছোঁয়ার হাতছানি অশ্বিনের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুরালির রেকর্ড ছোঁয়ার হাতছানি অশ্বিনের

ক্রীড়া ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সব রেকর্ড থাকা সত্বেও অ্যান্টিগা টেস্টে ভারতীয় দলে ডাক পাননি রবিচন্দ্রন অশ্বিন। তাকে ছাড়াই ক্যারিয়ানদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। তবে জ্যামাইকা টেস্টে একাদশে সুযোগ পেলে অশ্বিন ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরণের অনবদ্য একটি রেকর্ড৷

ভারতীয় ঘূর্ণি বলের জাদুকর অশ্বিন ৬৫টি টেস্টে এখনও পর্যন্ত ৩৪২টি উইকেট সংগ্রহ করেছেন ৷ ৩৫০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছতে তাঁর প্রয়োজন আরও ৮টি উইকেট ৷ কিংস্টোনে মাঠে নেমে অশ্বিন অন্তত ৮টি উইকেট দখল করলে ম্যাচের নিরিখে দ্রুততম বোলার হিসাবে তিনি ৩৫০ টেস্ট উইকেটের মাইলস্টোনে ছুঁবেন। অর্থ্যাৎ আট উইকেট পেলে কিংবদন্তি মুরলিধরণের রেকর্ডে ভাগ বসাতে পারবেন তিনি। ৬৬টি টেস্টে ৩৫০ উইকেট দখল করেছিলেন মুরালিধরন ৷

স্পিনার অশ্বিনের সঙ্গে এ ম্যাচে মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কিংস্টোনের দুই ইনিংসে অন্তত একটি সেঞ্চুরি করতে পারলেই কোহলি ছুঁয়ে ফেলবেন অধিনায়ক হিসাবে রিকি পন্টিংয়ের ১৯টি শতরান করার রেকর্ড৷

এখনো পর্যন্ত ৭৮টি টেস্ট মোট ২৫টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ এর মধ্যে ১৮টি টেস্ট সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসাবে ৷ রিকি পন্টিং তাঁর ৪১টি টেস্ট শতরানের মধ্যে ১৯টি করেছিলেন অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে ৷ এ ম্যাচে একটি সেঞ্চুরি পেলেই পন্টিংয়ে ছুঁয়ে ফেলবেন কোহলি।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়