ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৃত্যুর কাছে হেরে গেলেন অ্যাসিডদগ্ধ মালা

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃত্যুর কাছে হেরে গেলেন অ্যাসিডদগ্ধ মালা

ভোলা সংবাদদাতা: অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ভোলা সদর উপজেলায় অ্যাসিডদগ্ধ তানজিম আক্তার মালা (১৬)।

অ্যাসিডদগ্ধ হওয়ার পর ৫৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মালার মৃত্যু হয়। মালার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মালা ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের হেলাল রাঢ়ির কন্যা। গত ১৪ মে গভীর রাতে নিজেদের ঘরে ঘুমন্ত অবস্থায় মালা ও তার ছোট বোন মারজিয়া (৮) অ্যাসিড হামলার শিকার হন। 

পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ভোলা থেকে বরিশাল প্রেরণ করা হয়। পরে তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ৫৪ দিন পর ঢাকার সিআরপি হাসপাতালে শনিবার রাতে মালার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মালার সঙ্গে প্রেমে ব্যর্থ হওয়া প্রতিবেশি তরুণ মহব্বত হোসেন অপু অ্যাসিড হামলার প্রধান আসামী। সে ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার ১১ দিন পর পুলিশ অভিযান চালিয়ে এই আসামীকে ভোলা সদরের দক্ষিণ বালিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।




রাইজিংবিডি/ভোলা/৮ জুলাই ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়